kalerkantho


গণআন্দোলনই খালেদাকে মুক্ত করার পথ : মীর নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম    

১৮ এপ্রিল, ২০১৮ ০০:০০খালেদার কারাবাস দীর্ঘায়িত করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন। তিনি বলেন, ‘তীব্র গণআন্দোলনই বেগম জিয়াকে মুক্ত করার একমাত্র পথ।’ তিনি মঙ্গলবার চট্টেশ্বরী রোডে তাঁর বাসভবন প্রাঙ্গণে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বান্দরবান জেলা বিএনপির সভাপতি ম্যামা চিংয়ের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। আরো বক্তব্য দেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ, ফরিদ আহমদ, জসিম উদ্দিন, আবু বক্কর, শাহাদাত হোসেন, শফিকুর রহমান জুয়েল, চ নু মং, টি মং, আব্দুর রব, আবু তাহের, মাসুম আহমেদ, জুলফিকার আলী ভুট্টু, সরওয়ার জামান, নু মং, নুরুল ইসলাম, জাফর উল্লাহ, মং চা থোয়াই, অং চ মং, আব্দুল আলিম বাহাদুর ও ছুট্টু মেম্বার। মন্তব্য