kalerkantho


বিজিসিটিইউর ভিসির সঙ্গে লুন্ড ভার্সিটির অধ্যাপকের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৯ মার্চ, ২০১৮ ০০:০০লুন্ড ইউনিভার্সিটি অব সুইডেনের ক্যামিকেল ফিজিক্স বিভাগের অধ্যাপক ড. এবে নর্ডলেন্ডার সম্প্রতি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য

(ভিসি) রসায়নবিদ ড. সরোজ কান্তি সিংহ হাজারীর সঙ্গে দেখা করেছেন।

সাক্ষাতকালে ড. এবে নর্ডলেন্ডার এবং অধ্যাপক সরোজ কান্তি সিংহ হাজারী লুন্ড ইউনিভার্সিটি অব সুইডেন এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (বিজিসিটিইউ) এর মধ্যে উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে গবেষণা, সেমিনার সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক অজিত কুমার দাশ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. নুরুল হুদা সিকদার, রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার, ডেপুটি রেজিস্ট্রার সালাহ্উদ্দীন শাহারিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময়ে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে ড. এবে নর্ডলেন্ডারকে স্মারক ক্রেস্ট উপহার দেওয়া হয়।মন্তব্য