kalerkantho


সেনাবাহিনীর কম্বল পেল হাজারো মানুষ

খাগড়াছড়ি প্রতিনিধি   

১৮ জানুয়ারি, ২০১৮ ০০:০০শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। খাগড়াছড়ি ও গুইমারা রিজিয়নের পক্ষ হতে কয়েক হাজার অসহায় ও দুস্থ মানুষকে শীতের কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

গতকাল বুধবার গুইমারা রিজিয়নের উদ্যোগে শহীদ লে. মুশফিক উচ্চ বিদ্যালয়ের মাঠে দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সেনাবাহিনীর গুইমারা ২৪ আর্টিলারি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান এসব কম্বল বিতরণ করেন। এ উপলক্ষে অনুষ্ঠানে গুইমারা রিজিয়নের জি-টু (আই) মেজর আশিকুর রহমান, ডি-কিউ মেজর নাফিদাত হুসাইনসহ পদস্থ সেনা কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আসা দুস্থ অসহায় ৪৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল এবং ৫০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এছাড়া চলতি মাসে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন কয়েক হাজার শীতার্ত পরিবারকে শীতবস্ত্র দেওয়া হয়। খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও সদর জোন কমান্ডার লে. কর্নেল জিএম সোহাগ শীতার্ত দুস্থ নারী-পুরুষ ও প্রতিবন্ধীদের মাঝে এসব শীতের কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন।মন্তব্য