ছাত্রলীগ নেতা এনামুল হক মানিককে (২৭) গুলি করার ঘটনায় বাকলিয়া থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মানিকের ছোট ভাই জাহেদুল হক আরজু বাদি হয়ে মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন মো. রমজান, মো. সোলায়মান, তাজুল ইসলাম ও ঈছা খান।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে মানিককে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন তাঁর ভাই। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি।’
বুধবার ভোরে নগরীর বাকলিয়ার রাজাখালী এলাকায় রমজান নামে এক সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক এনামুল হক মানিক। গুরুতর আহত মানিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গতকাল বিকেলে তাঁকে ঢাকায় স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি। তিনি বলেন, ‘মানিকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। যারা ঘটনা ঘটিয়েছে একটি মহল তাদেরকে বাঁচাতে চেষ্টা করছে।’
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...