kalerkantho

শোক

৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০শোক

দৌলত খান বিজয়

তরুণ লেখক ও সংগঠক নোয়াজিষপুর ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি দৌলত খান বিজয় (৩০) মারা গেছেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন। গত বুধবার রাত ১১টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দৌলত খান এবার গহিরা আলিয়া মাদ্রাসা থেকে অসুস্থ শরীর নিয়ে কামিল পরীক্ষায় অংশ নেন। মৃত্যুর একদিন আগে প্রকাশিত পরীক্ষার ফলাফলে তিনি বি গ্রেডে উত্তীর্ণ হন। তিনি রাউজানের নোয়াজিষপুর গ্রামের রহমত আলী সিকদারবাড়ির মৃত আবদুল গফুর ও রাজুনা বেগমের একমাত্র ছেলে।

তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, নোয়াজিষপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার্দী সিকদারসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।-রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিমন্তব্য