kalerkantho


নোয়াখালী মুক্ত দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি   

৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০নোয়াখালী মুক্ত দিবস উদযাপন

নোয়াখালী মুক্ত দিবস উদযাপন অনুষ্ঠানে অতিথিরা।

নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ ডিসেম্বর নোয়াখালী মুক্ত দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে মুক্তিযোদ্ধারা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সংলগ্ন নোয়াখালী মুক্তমঞ্চ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে বিদায়ী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি। আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,  আওয়ামী লীগের সাবেক কৃষি সম্পাদক অধ্যাপক মো. হানিফ, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ফজলে এলাহী, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আ্য্যডভোকেট শিহাব উদ্দিন শাহিন,  শহর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, মমতাজুল করিম বাচ্চু, মুক্তিযোদ্ধা মিয়া মো. শাহজাহান প্রমুখ।

সভায় একরামুল করিম চৌধুরী নোয়াখালীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য এককালীন ১০ লাখ টাকা অনুদান ঘোষণা করেন। আলোচনা শেষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।মন্তব্য