kalerkantho


‘কোরবানির তোহফা' : কোরবানি বিষয়ক এ টু জেড

কালের কণ্ঠ অনলাইন   

২১ আগস্ট, ২০১৭ ১৭:১৫‘কোরবানির তোহফা' : কোরবানি বিষয়ক এ টু জেড

দুয়ারে কড়া নাড়ছে ঈদুল আজহা৷ একে ঘিরে পথঘাট, শহর-বন্দর সর্বত্র উৎসবমুখর৷ কিন্তু এই কোরবানির ঈদের গুরুত্ব, তাৎপর্য, শিক্ষা ও বিধিবিধান কি? কীভাবে যাপন করা হবে একে? তেমন করে অনেকেরই অজানা৷ এমনই সব প্রশ্নের ছোট্ট মলাটে জবাব ‘কোরবানির তোহফা'৷ ইসলাহ ফ্যাশনের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল ইসলাহ প্রকাশিত বইটি লিখেছেন দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও উচ্চতর ইসলামি গবেষণাকেন্দ্র গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম (গওহরডাঙ্গা মাদরাসা)-র ফতোয়া বিভাগের শিক্ষক ও উর্দু, হিন্দি, বাংলাভাষার জনপ্রিয় তরুণ লেখক মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ৷ কাজী যুবাইর মাহমুদের করা প্রচ্ছদে আবৃত ৩২ পৃষ্ঠার বইটির কাগজ বিনিময় ঈদুল আজহার শুভেচ্ছা৷ একলহমায় কোরবানির এটুজেড জানতে সহজেই পুস্তিকাটি সংগ্রহ করা যাচ্ছে ইসলাহের অনলাইন বা ফোনকলের মাধ্যমে৷

(সরাসরি ইসলাহ : 01634 78 67 86, 01620 15 22 00)৷মন্তব্য