kalerkantho


শিশু সাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার ২০১৭-র জন্য পাণ্ডুলিপি আহবান

কালের কণ্ঠ অনলাইন   

২ আগস্ট, ২০১৭ ১৫:৫৮শিশু সাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার ২০১৭-র জন্য পাণ্ডুলিপি আহবান

শিশু-কিশোরদের স্বপ্নের প্রকাশনা বাবুই আয়োজন করছে শিশুসাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার ২০১৭। এজন্য বাংলা ও ইংরেজি উভয় ভাষায় শিশু-কিশোর উপযোগী মৌলিক সাহিত্যকর্মের পাণ্ডুলিপি আহবান করা হচ্ছে।

যে কোনো বয়সী বাংলাদেশি সাহিত্যিক গল্প, উপন্যাস, ছড়া, প্রবন্ধ ও গবেষণা পাণ্ডুলিপি আকারে পাঠাতে পারেন।

বিষয়
১. শিশু-কিশোর  উপযোগী একক বা গুচ্ছগল্পের পাণ্ডুলিপি
২. শিশু-কিশোর উপযোগী মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প/উপন্যাস
৩. কিশোর উপন্যাস- সায়েন্স ফিকশন, অ্যাডভেঞ্চার, ভৌতিক, রম্য
৪. শিশু-কিশোর উপযোগী ছড়া/কবিতা
৫. শিশু-কিশোর উপযোগী গবেষণা/প্রবন্ধ

নীতিমালা
১. বাংলাদেশ কিংবা প্রবাসে বসবাসরত যে কোনো সাহিত্যক এ আয়োজনে অংশ নিতে পারবেন।
২. প্রাথমিকভাবে পাণ্ডুলিপি নির্বাচনের পর বাবুই সম্পাদনা বোর্ড নিজস্ব নীতিমালা অনুযায়ী সম্পাদনা করবেন।
৩. পাণ্ডুলিপি চুড়ান্ত নির্বাচিত হলে লেখকের সঙ্গে চুক্তি সাপেক্ষে বাবুই তা বইমেলায় প্রকাশ করবে।
৪. পাণ্ডুলিপিটি মৌলিক সৃষ্টিকর্ম, এই ব্যাপারে লেখককে নিশ্চয়তা বিধান করতে হবে।
৫. পাণ্ডুলিপি কম্পোজ করে মেইলে অথবা প্রিন্ট আকারে ডাকযোগে লেখকের সেলফোন নম্বরসহ এই ঠিকানায় ৩০ সেপ্টেম্বর ২০১৭ এর মধ্যে পাঠাতে হবে- বাবুই, ২৩/৩, তোপখানা রোড, ঢাকা-১০০০
৬. ই-মেইলে বিষয়ের জায়গায় অথবা খামের ওপর বাবুই শিশুসাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার ২০১৭ লিখতে হবে।মন্তব্য