kalerkantho


অনলাইনে মোস্তফা কামাল বইমেলা

কালের কণ্ঠ অনলাইন   

১৮ এপ্রিল, ২০১৭ ২০:৫০অনলাইনে মোস্তফা কামাল বইমেলা

এবারের বইমেলায় কথাসাহিত্যিক মোস্তফা কামালের উপন্যাস 'অগ্নিকন্যা' ছিল আলোচিত বই। ইতিহাসভিত্তিক দীর্ঘ উপন্যাস অগ্নিকন্যা এ উপন্যাসের প্রতীকী নাম। সময়কাল ১৯৪৭ থেকে ৬৬। দেশভাগের জটিল অঙ্ক, কুটিল রাজনীতির প্যাচ, প্রাসাদ ষড়যন্ত্র আর শোষিত পূর্ববাংলার বঞ্চিত হওয়ার নেপথ্য কাহিনী।

এছাড়াও প্রেমের উপন্যাস 'রূপবতী', কিশোর উপন্যাস 'প্রিন্স উইলিয়ামের আংটি', রম্য ও বিদ্রুপ রচনা 'কিছু হাসি কিছু রম্য' ২০১৭ সালের বইমেলায় প্রকাশিত হয়।

এ পর্যন্ত মোস্তফা কামালের প্রকাশিত বইয়ের সংখ্যা ৯০টি। এবার লেখকের সবগুলো বই নিয়েই অনলাইনে শুরু হতে যাচ্ছে মোস্তফা কামাল বইমেলা। রকমারি ডটকমের আয়োজনে এ বইমেলা শুরু হয়েছে আজ ১৮ এপ্রিল (মঙ্গলবার) থেকে এবং চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। মেলা চলাকালীন সময়ে থাকবে নানা অফার ও ডিসকাউন্ট। মোস্তফা কামালের বেস্ট সেলার বইগুলো দেখতে ক্লিক করতে হবে এখানেমন্তব্য