kalerkantho

স্টার অব দ্য উইক

২১ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্টার অব দ্য উইক

মাইকেল জ্যাকসন

প্রয়াত এই সংগীততারকা এ সপ্তাহে আবার আলোচনায়। এইচবিওর তথ্যচিত্র ‘লিভিং নেভারল্যান্ড’-এ উঠে এসেছে জ্যাকসন কর্তৃক শিশুদের যৌন হয়রানির কথা। এর প্রভাবে যুক্তরাষ্ট্রের একটি জাদুঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে গায়কের পোস্টার এবং তাঁর ব্যবহৃত টুপি ও হাতমোজা।

মন্তব্য