kalerkantho


স্টার অব দ্য উইক

দীপিকা-রণবীর

১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০স্টার অব দ্য উইক

সপ্তাহজুড়ে আলোচনায় ‘রামলীলা’ জুটি। বিয়েটা সেরেই ফেললেন দীপিকা পাড়ুকোন-রণবীর সিং। ইতালির কোমোর এক বাগানবাড়িতে গতকাল দক্ষিণ ভারতীয় রীতিতে মালাবদল হলো তাঁদের। তাঁদের এই ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর গেস্ট তালিকা ছিল একেবারেই সীমিত—পরিবার আর বন্ধুবান্ধব মিলে মোটে জনা তিরিশেক। আজ আবার বিয়ে হবে তাঁদের, এবার সিন্ধি রীতিতে।মন্তব্য