kalerkantho


স্টার অব দ্য উইক

সিয়াম আহমেদ

১১ অক্টোবর, ২০১৮ ০০:০০স্টার অব দ্য উইক

অভিষেক ছবি ‘পোড়ামন ২’-এই বাজিমাত করেছিলেন। পরের ছবি ‘দহন’-এও সিয়ামকে চুক্তিবদ্ধ করলেন পরিচালক রায়হান রাফি। শুটিং শুরু হওয়ার পর থেকেই এ ছবির প্রতি দর্শকের আগ্রহ—নতুন লুকে নায়ককে কেমন দেখাবে? অবশেষে এ সপ্তাহে মুক্তি পেল ছবির প্রথম টিজার। টিজারের পুরোটা জুড়েই আছেন সিয়াম। রীতিমতো প্রশংসায় ভাসছেন এই অভিনেতা।মন্তব্য