kalerkantho


নির্বাচিত উক্তি

১৯ জুলাই, ২০১৮ ০০:০০
নির্বাচিত উক্তি

প্রশিক্ষিত ও অভিজ্ঞ অনেক অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করে মজা পাওয়া যায় না। এরা কোন দৃশ্যে কী এক্সপ্রেশন দেবে বা কোথায় পজ নেবে—আগে থেকেই বলে দেওয়া যায়। বরং নন-অ্যাক্টরদের সঙ্গে কাজ করা মজার এবং ভালো। একবার এক মেকানিকের সঙ্গে অভিনয় করেছিলাম। ছবিতে মেকানিকের একটা দৃশ্য ছিল, সে কারণেই তাকে নেওয়া। তাকে দেখে অবাক হয়েছিলাম। এত ন্যাচারাল হওয়া আমাদের মতো অভিনেতাদের পক্ষে অসম্ভব। কারণ লোকটা অভিনয় করছিল না। বাস্তবে সে যা করে তা-ই করছিল। পর্দায় সেটা দেখতেও ভালো লাগছিল।

নওয়াজউদ্দিন সিদ্দিকী  বলিউড অভিনেতামন্তব্য