kalerkantho


স্টার অব দ্য উইক, রণবির কাপুর

৫ জুলাই, ২০১৮ ০০:০০
স্টার অব দ্য উইক,

    রণবির কাপুর

২৯ জুন মুক্তি পেল বহুল প্রতীক্ষিত ও আলোচিত ছবি ‘সঞ্জু’। প্রথম তিন দিনেই ১০০ কোটি রুপি আয় করেছে রাজকুমার হিরানির এই ছবি। সঞ্জয় দত্তর গেটআপে আগেই নজর কেড়েছিলেন ছবির নায়ক রণবির কাপুর। মুক্তির পর পুরো সপ্তাহ ভারতে আলোচিত এই অভিনেতা। ভক্তদের পাশাপাশি তাঁর অভিনয়ের প্রশংসায় মশগুল বলিউডের প্রায় সব তারকা। পর্দায় তিনি সত্যিকারের সঞ্জয় দত্ত হয়ে উঠেছিলেন।মন্তব্য