kalerkantho


নতুন অ্যালবাম

২৪ মে, ২০১৮ ০০:০০নতুন অ্যালবাম

নজরুলের গান নিয়ে লুত্ফুন নাহার পাখির অ্যালবাম ‘ভালবাস মোর গান’। গান রয়েছে পাঁচটি। শিরোনাম—‘হে প্রিয় আমারে দিব না ভুলিতে’, ‘আমায় নহে গো ভালবাস শুধু’, ‘নাচের নেশায় ঘোর লেগেছে’, ‘আমার আপনার চেয়ে আপন যে জন’ এবং ‘পদ্মার ঢেউ রে’। গানগুলোর সংগীতায়োজন মিক্স এবং মাস্টারিং করেছেন অটামনাল মুন। প্রকাশ করেছে লেজার ভিশন।মন্তব্য