kalerkantho


তুষি ফিরেছেন

সিনেমা করবেন বলে নাটক করলেন না। রেদওয়ান রনির ‘আইসক্রিম’ মুক্তির দুই বছর পর নতুনরূপে নাজিফা তুষি। লিখেছেন ইসমাত মুমু

২৪ মে, ২০১৮ ০০:০০তুষি ফিরেছেন

অনেকে বলেন, আপনি নাকি শখের বশে শোবিজে এসেছেন? তীব্র প্রতিবাদ জানালেন তুষি, ‘মোটেও শখের বশে আসিনি। ফিল্মমেকিং নিয়ে পড়ার প্ল্যান করেছি, বুঝতেই পারছেন, আমি সিরিয়াস! শুধু অভিনয়ই নয়, ভবিষ্যতে সিনেমা নির্মাণেও পাবেন আমাকে।’

চার বছর আগে লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছিলেন। এরপর একটি ছবিই করেছেন, সঙ্গে কিছু টিভিসি। ব্যস, আর পাওয়া গেল না তাঁকে। দুই বছর পর ফিরলেন উপস্থাপনায়—আরটিভির ‘কুমারিকা কেশকাহন’। ‘ভুলটা আমারই। প্রথম দিকে অনেক কিছুই বুঝতে পারিনি। এখন মনে হচ্ছে আমি যদি পর্দায় না থাকি, দর্শক আমাকে মনে রাখবে না। মনের মতো কাজের অপেক্ষা করে ঘরে পড়ে থাকলে লাভ নেই, সে কারণেই উপস্থাপনায় নাম লিখিয়েছি’—বললেন তুষি।

সিনেমাই তো ছিল ধ্যানজ্ঞান। তাহলে নতুন ছবির খবর পাচ্ছি না কেন? ‘এমন নয় যে প্রস্তাব পাইনি। কিন্তু আমি যে টাইপের সিনেমা করতে চাই, সে ধরনের সিনেমার জন্য অপেক্ষা করতে হয়। অন্যরা প্রতিবছর তিন-চারটা সিনেমা করছে। আমার পছন্দকে প্রাধান্য দিলে হয়তো দুই বছর পর একটা ছবি করতে পারব।’

‘আইসক্রিম’-এর পর দুটি মিউজিক ভিডিও করলেন—একটি লাকী আখন্দের গান আরেকটি রনির। বিজ্ঞাপনচিত্র করেছেন বেশ কয়েকটা। এ বছরের শেষের দিকে সিনেমাকেন্দ্রিক ভালো একটা সংবাদ দিতে পারবেন। কার ছবি? ‘কথাবার্তা প্রাথমিক পর্যায়ে আছে, চূড়ান্ত হওয়ার আগে বলা ঠিক হবে না’—বললেন তুষি।

আছে পড়াশোনার ব্যস্ততাও। আইইউবিতে সপ্তম সেমিস্টার চলছে। পড়াশোনার বাইরে যেটুকু সময় পান বেশির ভাগই দেন সিনেমা দেখায়। বইও পড়েন। ইচ্ছা আছে দেশের বাইরে গিয়ে ফিল্মমেকিং নিয়ে পড়ার। টিভি নাটক কি একেবারেই করবেন না? ‘আগে ভেবেছি ছোট পর্দায় অভিনয় করলে বড় পর্দায় মনোযোগ দেওয়া যায় না। ভাবনাটা ভুল ছিল, আগেই বলেছি। এখন ভাবছি, ভালো ডিরেক্টর বা অকেশন বেইসড ভালো কোনো নাটক বা সিরিজ হলে করব এবং নিয়মিতই করব।’

সামনে ঈদ। প্ল্যান কী? ‘ছোটবেলায় পরিবারের সবাই ঈদের সময় দাদাবাড়িতে যেতাম। এখন খুব একটা যাওয়া হয় না। রোজায় একবার হলেও দাদাবাড়ি থেকে ঘুরে আসব। আর ঈদের পরপরই দেশের বাইরে পরিবারের সবার সঙ্গে ঘুরতে যাব। আমাদের পরিবার আবার ঘুরতে খুব পছন্দ করে।’মন্তব্য