kalerkantho


সিনেমার ভাষা

১৭ মে, ২০১৮ ০০:০০সিনেমার ভাষা

‘নাম শাাবানা’য় তাপসী পান্নু

স্পিন অফ

কোনো সিরিজের বা ছবির জনপ্রিয় কোনো চরিত্র নিয়ে যখন নতুন কোনো সিনেমা হয় তখনই তাকে ‘স্পিন অফ’ ছবি বলে। যেমন—‘এক্স-মেন’ সিরিজের জনপ্রিয় ‘উলভারিন’ চরিত্র নিয়ে পরে আলাদা ছবি হয়েছে। একইভাবে ‘স্টার ওয়ারস’ থেকে তৈরি হয়েছে একাধিক স্পিন অফ ছবি। গেল বছর ভারতে মুক্তি পেয়েছে ‘নাম শাবানা’। বলা হচ্ছে এটাই দেশটির প্রথম স্পিন অফ ছবি। আগে নীরজ পাণ্ডের ‘ বেবি’ ছবিতে শাবানা চরিত্রটি ছিল। সেটাকেই মূল চরিত্র করে মুক্তি পেয়েছিল ‘নাম শাবানা’। যে চরিত্র করেছিলেন তাপসী পান্নু।মন্তব্য