kalerkantho


নির্বাচিত উক্তি

১৭ মে, ২০১৮ ০০:০০নির্বাচিত উক্তি

পাঁচ-ছয়টা টিভিসি করার পরও ৭ নম্বর টিভিসি করার জন্য আমাকে অডিশন দিতে হয়েছে।    সাত-আটটি নাটকে রিজেক্টেড হওয়ার পর প্রথম নাটকে অভিনয়ের সুযোগ পেয়েছি। প্রথম যে দুটি নাটকে অভিনয় করেছিলাম, সেগুলো প্রচারিতই হয়নি। প্রথম দিকে এমনও হয়েছে, সকাল সাড়ে ৭টায় কল দেওয়া হয়েছে, আমি সোয়া ৭টায় হাজির হয়েছি। রাত পৌনে ১টার সময় জানানো হলো, আজকে আমার আর শুটিং হবে না। আমাকে খেতেও দেওয়া হয়নি।

 

সিয়াম আহমেদ  অভিনেতা [বলেছেন ইউটিউব শো ‘ইন্টারভিউ উইথ ছোট আজাদ’-এ]মন্তব্য