kalerkantho


নতুন অ্যালবাম

২৬ এপ্রিল, ২০১৮ ০০:০০নতুন অ্যালবাম

দেশাত্মবোধক গান নিয়ে ফেরদৌস আরার একক অ্যালবাম ‘ও আমার জন্মভূমি, জননী গো’। গান রয়েছে ১২টি। শিরোনাম ‘আমার মন চলে যায় বাংলাদেশের’, ‘এমন সোনার দেশ ওরে ভাই’, ‘বাংলা আমার মায়ের’, ‘বাংলা ভাষা উচ্চারিত হলে’, ‘বলতে পারো সে কোন দেশের’, ‘গর্ভধারিণী মা আমার’, ‘মন আমার ডাকছে তোরে’, ‘মনেরে কই একতারা’, ‘ও আমার জন্মভূমি, জননী গো’, ‘ফুলপাখি তরুলতা’, ‘ঐ যে দেখা যায় রে’ এবং ‘সবুজ আল্পনায়’। গানগুলোর কথা, সুর ও সংগীতায়োজন বিভিন্নজনের। প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন।মন্তব্য