kalerkantho


তারকার প্রিয়

মুঘল-ই-আজমের পাগল ভক্ত কঙ্গনা

১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০মুঘল-ই-আজমের পাগল ভক্ত কঙ্গনা

মুঘল-ই-আজম

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের কাছে সিনেমা মানেই উপভোগ্য হওয়া চাই। ১৯৬০ সালে মুক্তি পাওয়া বলিউড ক্লাসিক ‘মুঘল-ই-আজম’ তাঁর দেখা সবচেয়ে উপভোগ্য সিনেমাগুলোর একটি। নিজের সবচেয়ে পছন্দের সিনেমার নাম বলতে বললে কে আসিফ পরিচালিত ছবিটির কথাই আগে বলেন। কঙ্গনা নিজেও সিনেমা পরিচালনা করতে চান। ক্যামেরার পেছনে দু-এক বছরের মধ্যেই অভিষেক হওয়ার কথা। নতুন ভূমিকায় তিনি তৈরি করতে চান ‘মুঘল-ই-আজম’-এর মতো সিনেমাই। “যে যাই বলুক উপভোগ্য না হলে আমার কাছে সেই সিনেমা ভালো লাগে না। প্রেক্ষাগৃহে দেখতে দেখতে একাত্ম হয়ে যাব, হাসব-কাঁদব এমন ধরনের সিনেমা খুব ভালো লাগে। এ জন্যই ‘মুঘল-ই-আজম’-এর মতো ছবি করতে চাই।” অভিনেত্রীর নিজের অভিনীত ‘তনু ওয়েডস মনু’ খুব পছন্দের। কারণ এই সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত খুবই উপভোগ করা যায়।

শুধু মধুবালা বা দিলীপ কুমারের অভিনয় নয়, কঙ্গনা পুরো সিনেমারই পাগল ভক্ত। এ পর্যন্ত কতবার যে দেখেছেন ইয়ত্তা নেই। দেশের বাইরে গেলে বলিউড সিনেমা নিয়ে কথা বলতে গেলে ‘মুঘল-ই-আজম’-এর নামটাই আগে বলেন। অভিনেত্রীর অন্য প্রিয় সিনেমার মধ্যে আছে ‘চিলড্রেন অব হেভেন’, ‘মুনলাইট’, ‘লা লা ল্যান্ড’ ইত্যাদি।মন্তব্য