kalerkantho


স্টার অব দ্য উইক শিল্পা শিন্ডে

১৮ জানুয়ারি, ২০১৮ ০০:০০স্টার অব দ্য উইক শিল্পা শিন্ডে

‘ভাবীজি ঘর পর হ্যায়’-এর ভাবীজি হলেন ‘বিগবস—সিজন ১১’ বিজয়ী। ১৪ জানুয়ারি রাতে অনুষ্ঠিত হয় কালারস চ্যানেলের এই রিয়ালিটি শোর গ্রান্ড ফিনালে। অনেক নাটকীয়তার পর শোর হোস্ট সালমান খান বিজয়ীর নাম ঘোষণা করেন। তিন মাসেরও বেশি সময় ধরে বিগবসের ঘরে ছিলেন শিল্পা, ছিলেন বাইরের জগত থেকে বিচ্ছিন্ন। কষ্ট সার্থকই হলো, ট্রফি ছাড়াও পেলেন নগদ ৪৪ লাখ রুপি।মন্তব্য