kalerkantho


স্টার অব দ্য উইক

শাহরুখ খান

৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০



স্টার অব দ্য উইক

ভক্তদের একেবারে চমকে দিয়েছেন এই বলিউড তারকা। আগেই জানা ছিল, আনন্দ এল রাইয়ের নতুন একটি ছবিতে বামনরূপে হাজির হবেন কিং খান। নতুন বছরের প্রথম দিনে প্রকাশ করলেন ছবির টিজার। জানা গেল ছবির নামও—‘জিরো’। বামনরূপী শাহরুখকে দেখে ভক্তদের বিস্ময় যেন কাটছেই না। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামে চলছে ‘জিরো’ আলোচনা। বহুল আলোচিত ছবিটি মুক্তি পাবে ২১ ডিসেম্বর।



মন্তব্য