kalerkantho


নির্বাচিত উক্তি

সৌমিত্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের অভিনেতা

১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০নির্বাচিত উক্তি

বাঙাল-ঘটি বিতর্কের কারণে ছোটবেলায় অনেক হীনমণ্যতায় ভুগতাম। মামাবাড়িতে গেলে সবাই বলত, ‘এই দ্যাখ বাঙাল এসেছে।’ তখন আমার মনে হতো বাঙালরাই ভালো। আবার কখনো বাঙাল আত্মীয়-স্বজনের বাড়ি গেলে বলত, ‘তোরা তো ঘটি, এটা খাস না ওটা খাস না।’ তখন সঙ্গে সঙ্গে বলতাম, ঘটিরাই ভালো। এইসব তর্কের কারণে শৈশবেই নিজেকে বলতাম, বাঙাল আর ঘটি—আমার কোনোটাই দরকার নেই। এখন তো বাঙাল-ঘটি বিতর্ক নেই বললেই চলে।মন্তব্য