kalerkantho


নতুন অ্যালবাম

১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০নতুন অ্যালবাম

জীনাত রেহানার মরমি গানের সংকলন ‘পরশ মনি’। অ্যালবামে গান রয়েছে ১০টি। শিরোনাম—‘রসুল আমার সঙ্গে থাকো’, ‘শামসুদদুজা বদরুদদুজা নুরুলহুদা’, ‘কবে আমি পারবো যেতে’, ‘তোমার কাছে এই দোয়া চাই’, ‘স্বপ্নে আমার দেখবো কবে’, ‘আসমানে নয় এই জমিনেই’, ‘খোদার যে প্রেম শিখিয়েছিলো’, ‘যার উসিলায় সৃষ্টি হলো’, ‘খোয়াবে যে দেখালো’ এবং ‘একটিবারও পাই না কেন’। কথা জেব-উন নেসা জামাল। সুর কাজী নাজির আহমেদ হাসিব, হাবিবুল আলম খান ও আমিরুল হক। প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন।মন্তব্য