kalerkantho


নির্বাচিত উক্তি

শাহরুখ খান ভারতীয় অভিনেতা

২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০নির্বাচিত উক্তি

ব্যর্থতা মানতে পারিনি বলেই আমি সফল হয়েছি। আমি আসলে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে চেয়েছি। সাধারণ এক নিম্নমধ্যবিত্ত ঘরের ছেলে, দারিদ্র্য কতটা নিষ্ঠুর হতে পারে নিজের চোখে দেখেছি। মা-বাবা মারা যাওয়ার পর কোনো মতেই আর গরিব থাকতে চাইনি। সৃজনশীলতার সঙ্গে জড়ানোর জন্য কিন্তু অভিনয়ে আসিনি। লক্ষ করলে দেখবেন, শুরুতে যেসব সিনেমা করেছি তার বেশির ভাগই অন্যদের রিজেক্ট করা। এসব করতে করতেই একসময় বড় অভিনেতা হলাম।মন্তব্য