kalerkantho


স্টার অব দ্য উইক । হেমা মালিনী

১৯ অক্টোবর, ২০১৭ ০০:০০স্টার অব দ্য উইক  ।  হেমা মালিনী

১৬ অক্টোবর ছিল তাঁর ৬৯তম জন্মদিন। এই দিনে প্রকাশ করলেন আত্মজীবনী ‘বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’। মোড়ক উন্মোচন করলেন এই প্রজন্মের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বইটি নিয়ে রীতিমতো হৈচৈ। কী নেই এতে! সঞ্জীব কুমার যে তাঁর প্রেমে ডুবেছিলেন, জিতেন্দ্র তো বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিলেন—এসব তো আছেই, আছে ধর্মেন্দ্রর সঙ্গে প্রেম ও বিয়ের উত্তাল দিনগুলোর কথাও।মন্তব্য