kalerkantho


নতুন অ্যালবাম

২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০নতুন অ্যালবাম

রবীন্দ্রনাথের বর্ষা ও বসন্তের গান নিয়ে ছায়া কর্মকারের একক অ্যালবাম ‘বাদল শেষে ফাগুন হাওয়া’। গান রয়েছে আটটি। এর মধ্যে চারটি বর্ষার। শিরোনাম—‘বাদল দিনের প্রথম কদম ফুল’, ‘আজি হূদয় আমার যায় যে ভেসে’, ‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে’ এবং ‘মন মোর মেঘের সঙ্গী’। বাকি চারটি বসন্তের। শিরোনাম—‘আমার মল্লিকা বনে’, ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’, ‘আকাশ আমায় ভরল আলোয়’ এবং ‘আজ খেলা ভাঙার খেলা’। সংগীতায়োজনে দেবা। প্রকাশ করেছে লেজার ভিশন। 

 মন্তব্য