kalerkantho


বলিউডে বঙ্গবন্ধু

১০ আগস্ট, ২০১৭ ০০:০০বলিউডে বঙ্গবন্ধু

২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় একটি বড় বাজেটের চলচ্চিত্র মুক্তি দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়ে এক বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণা দিয়েছেন। তবে ছবিটি কে পরিচালনা করবেন? কে অভিনয় করবেন, সে ব্যাপারে এখনো কিছুই জানা যায়নি। আগেও বেশ কয়েকজন জাতির জনককে রুপালি পর্দায় তুলে আনতে চেয়েছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরীর উদ্যোগ। ৮-১০ বছর আগে শোনা গিয়েছিল তাঁর চিত্রনাট্যে ‘দ্য পয়েট অব পলিটিকস’ শিরোনামের ছবিটি পরিচালনা করবেন ভারতের শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করবেন অমিতাভ বচ্চন। অবশ্য পরবর্তী সময়ে আর কোনো খবর পাওয়া যায়নি।


মন্তব্য