kalerkantho


অন্তর্জাল থেকে

৯ মার্চ, ২০১৭ ০০:০০



অন্তর্জাল থেকে

পাওলি দাম

আমার ছবিটা এঁকেছেন বাংলাদেশের চিত্রশিল্পী অসীম। মনে হচ্ছে ছবিটির নিজস্ব একটা প্রাণ আছে। হৃদয় ছুঁয়ে গেল! শাকিবের ছবিটিও তাঁর আঁকা।

[‘সত্তা’ ছবির পোস্টার আপলোড করে পাওলির পোস্ট]

 

প্রসূন আজাদ

‘শত শত বাইজির মৃত্যুর পর একজন নায়িকার জন্ম হয়।’ চাষী নজরুল ইসলাম স্যার, সেদিন বুঝতে পারিনি কেন বলেছিলেন এই কথা। আজ বুঝেও আপনাকে জানাতে পারলাম না।

[চাষী নজরুলের মৃত্যুবার্ষিকীতে প্রসূনের স্ট্যাটাস]

 

সুবর্ণা মুস্তাফা

সহজ কথাও যায় যে বলা সহজে, আপনি দেখিয়ে দিলেন। মহামান্য রাষ্ট্রপতি, আপনার দীর্ঘায়ু কামনা করছি।

[ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে দেওয়া রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাষণ এখন অনলাইনে ভাইরাল। ভিডিওটি ফেসবুকে শেয়ার করে সুবর্ণার স্ট্যাটাস]

 

 

 

সোনাক্ষী সিনহা

শরীর ও মনের চর্চা করা দরকার প্রতিদিন। যেভাবে আপনি মোবাইল ফোনে চার্জ দেন। শরীর-মন-মোবাইল—তিনটাকেই চার্জ দিই আমি।

[জিমে তোলা ছবি পোস্ট করে সোনাক্ষীর টুইট]

 

 

 

 

বিদ্যা বালান

আমিই ‘বেগম জান’। আসছি এই মার্চেই [১৭ মার্চ]। এই হলো ফার্স্ট লুক। ফার্স্ট লুক দেখেই ফিদা।

[ছবির পোস্টার পোস্ট করে বিদ্যার টুইট]

 

 

 

 

 

 

শ্রিয়া সর্বজয়া

সিঙ্গাপুরে এক মাস থাকার পর দেশে যাওয়ার জন্য বাবা [আলী যাকের] প্রস্তুত।



মন্তব্য