kalerkantho


স্টার অব দ্য উইক । লাকী আখন্দ্

২ মার্চ, ২০১৭ ০০:০০
স্টার অব দ্য উইক  ।  লাকী আখন্দ্

দুই বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছেন এই গায়ক। ৫ ফেব্রুয়ারি তাঁকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার তাঁর শারীরিক অবস্থার বেশ অবনতি হয়, ঘন ঘন জ্ঞান হারাচ্ছিলেন। অসুস্থ শিল্পীকে দেখতে হাসপাতালে গেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও ঢাকার [উত্তর] মেয়র আনিসুল হক। মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত লাকীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়।মন্তব্য