kalerkantho


নির্বাচিত উক্তি

২ মার্চ, ২০১৭ ০০:০০নির্বাচিত উক্তি

আমার আসল নাম কে এম মোশাররফ হোসেন শামীম। কে এম মানে খলিফা মোহাম্মদ—আমাদের বংশের নাম। যখন প্রফেশনালি অভিনয় শুরু করি তখন মনে হলো, আমার নামের সঙ্গে বাবার নামটাও জুড়ে দিই। তাঁকে দেখিনি। শুনেছি, বাবা অভিনয় পছন্দ করতেন, টুকটাক অভিনয় করতেনও। খুব ভালো কবিতা পড়তেন। আমার নামের মধ্যে তাঁকে বাঁচিয়ে রাখার জন্যই নামের শেষে করিম যোগ করি।

মোশাররফ করিম অভিনেতামন্তব্য