kalerkantho


স্টার অব দ্য উইক । হাবিব ওয়াহিদ

২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০স্টার অব দ্য উইক  ।  হাবিব ওয়াহিদ

বিয়েবিচ্ছেদের কারণে শিরোনামে এলেন এই গায়ক-সুরকার। কাগজে-কলমে স্ত্রী রেহানের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয় ১৯ জানুয়ারি, তবে ফাঁস হয় ১৯ ফেব্রুয়ারি। হাবিব বলেন, ‘পাঁচ বছর আমরা একে অপরকে জানার সময় পাই। ক্রমেই বুঝতে পারি, আমাদের লাইফস্টাইল ভিন্ন। পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই বিচ্ছেদের পথে হেঁটেছি আমরা।’ উল্লেখ্য, রেহান ছিলেন হাবিবের দ্বিতীয় স্ত্রী। তাঁদের একটি পুত্রসন্তানও আছে।মন্তব্য