kalerkantho


স্টার অব দ্য উইক । শাফিন আহমেদ

৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০স্টার অব দ্য উইক  ।  শাফিন আহমেদ

রাজনীতিতে এলেন এই ব্যান্ড তারকা। ববি হাজ্জাজের নেতৃত্বাধীন দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের [এনডিএম] সুপিরিয়র কাউন্সিলের সদস্য হয়েছেন তিনি। শনিবার এমন খবর প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেছেন অনেকেই। শাফিন বলেন, ‘গানে অনেক সম্মান পেয়েছি। জীবনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে রাজনীতিতে আমারও কিছু করার আছে।’মন্তব্য