kalerkantho


স্টার অব দ্য উইক । জন হার্ট

২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০স্টার অব দ্য উইক  ।  জন হার্ট

ক্যান্সারের সঙ্গে লড়াই করে হেরে গেলেন। শুক্রবার রাতে ৭৭ বছর বয়সে মারা যান ব্রিটিশ এই অভিনেতা। ছয় দশকের ক্যারিয়ারে শতাধিক চলচ্চিত্র ও টিভি সিরিজে অভিনয় করেছেন। ১৯৮০ সালে ‘দ্য এলিফ্যান্ট ম্যান’ ছবির জন্য অস্কারে সেরা অভিনেতার মনোনয়ন পান। অস্কার না পেলেও সে বছর বাফটায় সেরা অভিনেতা হয়েছিলেন।মন্তব্য