kalerkantho


নতুন অ্যালবাম

২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০নতুন অ্যালবাম

শিশু বয়স থেকেই রবীন্দ্রনাথের গানের সঙ্গে আছেন মঞ্জু রশিদ। এবার রবীন্দ্রনাথের গান নিয়ে একক অ্যালবাম করেছেন। শিরোনাম ‘নীড়ের পাখি’। এতে গান রয়েছে সাতটি। গানগুলো হলো ‘আমার নাইবা হলো’, ‘আমার প্রাণে গভীর গোপন’, ‘আমি কান পেতে রই’, ‘বাজাও আমারে বাজাও’, ‘ওরে নূতন যুগের ভোরে’, ‘পাতার ভেলা ভাসাই’ এবং ‘আমার প্রাণে গভীর গোপন’ গানটির ইনস্ট্রুমেন্টাল ভার্সন। সংগীতায়োজনে মাহবুব মিনেল। প্রকাশ করেছে জি-সিরিজ।মন্তব্য