kalerkantho

বুধবার। ২২ ফেব্রুয়ারি ২০১৭ । ১০ ফাল্গুন ১৪২৩। ২৪ জমাদিউল আউয়াল ১৪৩৮।


স্টার অব দ্য উইক । বব ডিলান

২০ অক্টোবর, ২০১৬ ০০:০০স্টার অব দ্য উইক  ।  বব ডিলান

‘গানের কবি’ বব ডিলান পেলেন সাহিত্যের নোবেল। বৃহস্পতিবার বিজয়ীর নাম ঘোষণার সময় বলা হয়, ‘আমেরিকার সংগীত ঐতিহ্যে নতুন কাব্যিক দ্যোতনা সৃষ্টির জন্য ৭৫ বছর বয়সী এই কিংবদন্তিকে নোবেল পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। ’ নোবেলের ১১৫ বছরের ইতিহাসে একজন গায়ক ও গীতিকারের সাহিত্যে নোবেল পাওয়ার ঘটনা এবারই প্রথম।


মন্তব্য