kalerkantho

বুধবার । ৭ ডিসেম্বর ২০১৬। ২৩ অগ্রহায়ণ ১৪২৩। ৬ রবিউল আউয়াল ১৪৩৮।


স্টার অব দ্য উইক । আরিফিন শুভ

৬ অক্টোবর, ২০১৬ ০০:০০স্টার অব দ্য উইক  ।  আরিফিন শুভ

পুরো সপ্তাহ ধরে আলোচনায় অমিতাভ রেজার ‘আয়নাবাজি’। ছবির নায়ক চঞ্চল চৌধুরী, নায়িকা নাবিলা।

অতিথি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। শুভ যে এই ছবিতে আছেন, সেটা ঘুণাক্ষরেও জানতে দেয়নি ‘আয়নাবাজি’ টিম। দর্শকদের চমকে দিতে চেয়েছেন। বলা চলে উদ্দেশ্য সফল। অতিথি চরিত্রে অভিনয় করেও আলোচনায় শুভ।


মন্তব্য