kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


নতুন অ্যালবাম

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০নতুন অ্যালবাম

হেমাঙ্গ বিশ্বাসের লোকগানের সংকলন নিয়ে মেয়েদের গানের দল ‘মাদল’ প্রকাশ করেছে ‘গানচিল’। অ্যালবামটিতে গান রয়েছে আটটি।

সব গানেরই কথা ও সুর হেমাঙ্গ বিশ্বাসের, সংগীতায়োজনে ড. তপন রায়। গানগুলোর শিরোনাম ‘লঙ্গর ছাড়িয়া নাওয়ের দে’, ‘কী করে আদর জানাই’, ‘হুরুর তাং তাং’, ‘মা ওগো মা’, ‘তোরা বল সখি বল বল’, ‘টগবগ টগবগ ধাবমান অশ্বখুরে’, ‘কাস্তেটারে দিও জোরে শান’ ও ‘বাঁচব বাঁচব রে আমরা’।

প্রকাশ করেছে ভারতের রাগা মিউজিক।


মন্তব্য