kalerkantho


নতুন অ্যালবাম

২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০নতুন অ্যালবাম

খুব ছোটবেলায় মা ফিরোজা বেগমের কাছে নজরুলের গানে হাতেখড়ি। এবার মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে নজরুলের গান নিয়ে অ্যালবাম করলেন শাফিন আহমেদ। নাম ‘মনে পড়ে আজ’। এতে গান রয়েছে সাতটি। শিরোনাম ‘কত যুগ যেন দেখিনি তোমারে’, ‘মনে পড়ে আজ’, ‘তুমি হাতখানি যবে রাখো মোর হাতের পরে’, ‘আমি চাঁদ নহি, চাঁদ নহি অভিশাপ’, ‘তোমারি আঁখির মতো আকাশের দুটি তারা’, ‘গভীর নিশীথে ঘুম ভেঙে যায়’ এবং ‘প্রভাত বীণা তব বাজে’। সুর শাফিনের বাবা কমল দাসগুপ্তের। প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন।.

 


মন্তব্য