kalerkantho


স্টার অব দ্য উইক । ফখরুল হাসান বৈরাগী

২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০স্টার অব দ্য উইক  ।  ফখরুল হাসান বৈরাগী

পুরো এক সপ্তাহ আলোচনায় ছিলেন প্রবীণ এই অভিনেতা। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তাঁকে। পরিবার থেকে জানানো হলো তিনি নিখোঁজ। অবশেষে সোমবার জানা গেল আসল ঘটনা। স্ত্রী রাজিয়া হাসানের সঙ্গে রাগারাগি করে ৪১ দিন আগে বাড়ি ছেড়েছিলেন। উঠলেন প্রয়াত প্রথম স্ত্রীর ঘরের সন্তানের বাসায়। থানায় হাজির হয়ে নিজেই জানালেন সব।


মন্তব্য