kalerkantho


অন্তর্জাল থেকে

৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০অন্তর্জাল থেকে

ফেসবুক

পূর্ণিমা

 

বিয়ে হলো, নিউজ হলো না।

[নাটকে জাহিদ হাসানের সঙ্গে বিয়ে হয় পূর্ণিমার। শুটিংয়ের ফাঁকে তোলা ছবি পোস্ট করে পূর্ণিমার স্ট্যাটাস]

 

সুবর্ণা মুস্তাফা

 

কসোভো উৎসবে সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে তৌকীর আহমেদ। ওয়েল ডিজার্ভড। তৌকীর, তোমায় কুর্নিশ।

 

 

 

 

টুইটার

শাহরুখ খান

ও হলো জেনি আর্ট। ও সব সময়ই তার আঁকা ছবিতে আমাকে সুন্দর করে উপস্থাপন করে। ধন্যবাদ জেনি। তোমার শিল্পগুণের মতো তুমিও অনেক সুন্দর।

[হলিউড-বলিউড তারকাদের ছবি আঁকেন চিত্রশিল্পী জেনি আর্ট। তাঁর আঁকা ছবি ভীষণ পছন্দ শাহরুখ খানের। তাঁর সঙ্গে তোলা ছবি পোস্ট করে শাহরুখের টুইট]

 

 

 

 

অজয় দেবগন

একেই বলে আরামের ঘুম।

[বাসার সোফায় ঘুমানোর ছবি পোস্ট করে অজয়ের টুইট]

 

 

 

ইন্সটাগ্রাম

 

অ্যাঞ্জেলিনা জোলি

আমি একজন নারী। নারীকে যখনই দেখবে, বলবে তোমাকে সুন্দর লাগছে। দেখবে সেই নারী কখনোই আপসেট হবে না।


মন্তব্য