kalerkantho


স্বপ্ন বহুদূর...

দুটি একক অ্যালবাম প্রকাশ করেছেন শাফায়েত হোসেন। কণ্ঠ দিয়েছেন প্রায় ১৫টি মিক্সডে। ঈদে আসছে তাঁর দুটি মিউজিক ভিডিও। লিখেছেন আতিফ আতাউর। ছবি তুলেছেন আব্দুল্লাহ্ আল কায়েস রাতুল

১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০স্বপ্ন বহুদূর...

মায়ের খুব শখ ছিল গান করার; পূরণ হয়নি। নিজের শখ পূরণের জন্য বেছে নেন তিন ছেলেমেয়েকে। শিক্ষক ঠিক করেন তাঁদের গান শেখানোর জন্য। মিরপুর থেকে বাসাবোতে এসে শাফায়েতদের গান শেখাতেন ওস্তাদ নেসার উদ্দিন। আধুনিক, রবীন্দ্র, নজরুল—সব ধরনের গানের পাঠ নিতেন তাঁরা। তিনজন শিখলেও এখন গান করেন একজনই—শাফায়েত হোসেন। ছোটবেলায় মা যেভাবে প্রতিনিয়ত উৎসাহ দিতেন, এখনো দেন। এখন পর্যন্ত দুটি একক অ্যালবাম প্রকাশ করেছেন শাফায়েত। প্রথমটি ‘স্বপ্নভুবন’, ২০১২ সালে জি সিরিজ থেকে। এই অ্যালবামের বেশির ভাগ গানের কথা ও সুর তাঁর নিজের। শাফায়েত বলেন, ‘অ্যালবাম করার স্বপ্ন ছিল বলে আগে থেকেই টুকটাক লেখার চেষ্টা করতাম। অ্যালবামটি হাতে পাওয়ার পর মা কী যে খুশি হয়েছিলেন বলে বোঝাতে পারব না। তিন সন্তানের একজন তো মায়ের শখ পূরণ করতে পেরেছি।’ গত বছর রোজার ঈদে সিডি চয়েস থেকে স্বনামে প্রকাশিত হয় শাফায়েতের দ্বিতীয় একক। এই অ্যালবামের ‘ঈশারার খাম’ গানটির কথা বিশেষ করে বলতে হয়। শুরুতে গানটির স্টুডিও ভার্সন ভিডিও করেছিলেন। ২৯ আগস্ট রাতে প্রকাশ করা হয়েছে গানটির অফিশিয়াল ভিডিও। ইমরানের সুর-সংগীতে গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। ভিডিওটি নির্মাণে সৈকত রেজা। ‘মনচোর’ শিরোনামে আরেকটি গানের ভিডিওর কাজ শেষ। এতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। একই গীতিকারের কথায় এ গানটির সুর করেছেন মোহাম্মদ মিলন, সংগীতায়োজনে এমএমপি রনী। ঈদে সিঙ্গল আকারে প্রকাশ করবেন এটি। ‘ভালো থাকার উপায়’ শিরোনামে আরেকটি ভিডিওর কাজও করেছেন। তবে প্রকাশ করবেন ঈদের পর। শাফায়েত বলেন, ‘একসঙ্গে তিনটি মিউজিক ভিডিও প্রকাশ করতে চাই না। বিরতি দিতে চাই, যাতে শ্রোতারা সব দেখার সুযোগ পান।’ এখন পর্যন্ত প্রায় ১৫টি মিক্সড অ্যালবামে কণ্ঠ দিয়েছেন শাফায়েত। ঈদের মিক্সড অ্যালবামেও শোনা যাবে তাঁর কণ্ঠ। একটি বেসরকারি ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স-মাস্টার্স করা শাফায়েত চাকরি ছেড়ে গানেই থিতু হওয়ার স্বপ্ন দেখেন। শাফায়েতের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়।


মন্তব্য