kalerkantho


এ সপ্তাহের ছবি

৩১ মার্চ, ২০১৬ ০০:০০এ সপ্তাহের ছবি

কি অ্যান্ড কা

কবির বেকার যুবক। কর্মজীবী নারী কিয়াকে বিয়ে করে ঘর সামলাতে চায় সে। একজন গৃহিণীর যাবতীয় দায়িত্ব পালন করতে চায় সে। অন্যদিকে কিয়ার জীবনে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চাকরি। জীবনে সে অনেক দূর যেতে চায়। এই দুজনের চাওয়া মিলে যাওয়ায় বিয়ে হয় তাদের। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্যতা পায় না কবির-কিয়ার অভিনব সম্পর্ক। আর বাল্কি পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন কারিনা কাপুর, অর্জুন কাপুর, অমিতাভ বচ্চন প্রমুখ। 

মাইলস এহেড

বিংশ শতাব্দীর প্রভাবশালী সংগীতশিল্পী মাইলস ডেভিসের জীবনের ওপর তৈরি এই ছবি। তবে এখানে মাইলসের পুরো জীবনী স্থান পায়নি। সত্তর দশকের শেষের দিকে মাইলস আসক্ত হয়ে পড়েন কোকেনে। বেছে নেন একাকী জীবনযাপন। এর মধ্যেই চলতে থাকে তাঁর সংগীত সৃষ্টি। হঠাৎ করে সেগুলো চুরি হয়ে যায়। হলিউড অভিনেতা ডন চিডলের প্রথম পরিচালিত এই ছবিতে তিনি ছাড়া আরো অভিনয় করেছেন ইউওয়ান ম্যাকগ্রেগর, কিথ স্ট্যানফিল্ড প্রমুখ।


মন্তব্য