‘দাঁত’-এর একটি দৃশ্য
যেকোনা মূল্যে খাবার জোগাড় করতে মরিয়া ঢাকার এক টোকাই। অন্যদিকে এক ছাত্রীকে তার ব্যবহারিক পরীক্ষায় পাস করতে হবে যেকোনো মূল্যে। ঘটনাচক্রে দুজন মুখোমুখি হয়। এ রকম একটি গল্প নিয়ে থ্রিলার ঘরানার স্বল্পদৈর্ঘ্য ছবি ‘দাঁত’। রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকবাল হোসাইন চৌধুরী।
নাট্যকার হিসেবেই তিনি কাজ করেছেন বেশি। জাতীয় পুরস্কার পাওয়া রেদওয়ান রনির ছবি ‘চোরাবালি’র সহ-চিত্রনাট্য লেখক ইকবাল। ‘দাঁত’ তাঁর পরিচালনায় প্রথম ছবি। ‘সমাজের দুই স্তরের দুজন মানুষের সংকটের গল্প। ছবির কাহিনী দর্শককে মানবিক ও নৈতিক সংকটের মুখোমুখি দাঁড় করাবে’, ছবির গল্প সম্পর্কে বললেন পরিচালক।
‘দাঁত’-এ অভিনয় করেছেন হূদয় হোসেন, আইরিন আফরোজ, বাবুল বোস ও সুজাত শিমুল। একটি বিশেষ চরিত্রে আছেন রোকেয়া প্রাচী। চিত্রগ্রহণে তানভীর আহমেদ শোভন। সম্পাদনায় শামসুল আরেফিন। সাউন্ড ডিজাইনার মুম্বাইয়ের কেনেথ বাসুমাত্রি, তাঁকে পরামর্শ দিয়েছেন রাশিয়ার আনাসথাসিয়া খেবেত।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের