kalerkantho


স্টার অব দ্য উইক : আদনান আল রাজীব

১৭ মার্চ, ২০১৬ ০০:০০স্টার অব দ্য উইক : আদনান আল রাজীব

এবারই প্রথম বাংলাদেশের কোনো নির্মাতা ভারতীয় পণ্যের বিজ্ঞাপনচিত্র নির্মাণ করলেন। ‘এক্সপ্রেস মানি’র একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করছেন আদনান আল রাজীব। শুটিং হয়েছে মুম্বাই ও পুনেতে। মডেলও ভারতীয়। প্রধান দুই মডেল রিশাভ ও অভিনব শুক্লা। ‘দৃশ্যম’, ‘খুবসুরত’ ও ‘দিল্লি বেলি’ ছবির অভিনেতা রিশাভ। শিগগিরই ভারতীয় চ্যানেলে প্রচারিত হবে বিজ্ঞাপনচিত্রটি।


মন্তব্য