kalerkantho


এ সপ্তাহের ছবি

১৬ মার্চ, ২০১৬ ০০:০০এ সপ্তাহের ছবি

কাপুর অ্যান্ড সন্স

রাহুল আর অর্জুন কাপুর দুই ভাই। ভাইয়ের চেয়ে বন্ধু পরিচয়টাই বড় তাদের কাছে। ভালো-মন্দ সব কিছুতেই একসঙ্গে। একটা ভুল বোঝাবুঝির সূত্র ধরে দুই ভাই-ই চলে যায় বাড়ি ছেড়ে। পাঁচ বছর পর খবর আসে তাদের দাদার হার্ট অ্যাটাকের। নাতিদের শেষবারের মতো দেখতে চান মিস্টার কাপুর। বাড়ি ফিরে এক মেয়ের প্রেমে পড়ে দুই ভাই। শকুন বাটরা পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন ফাওয়াদ খান, সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া ভাট প্রমুখ।

দ্য ব্রোঞ্জ

এক দশক আগেও যুক্তরাষ্ট্রে সবার প্রিয় পাত্রী ছিল হোপ অ্যান গ্রেগরি। বিখ্যাত এক জিমন্যাস্টিক প্রতিযোগিতায় দেশের জন্য জিতেছিল একটি ব্রোঞ্জ পদক। এক সময় সব কিছু ভুলে যায় লোকজন। হোপ চলে এলো নিজের ছোট শহরে। সেখানকার লোকজনের কাছে এখনো তারকা সে। কিন্তু তার তারকা খ্যাতিতে ভাগ বসাতে শহরে হাজির হয় ম্যাগি টাউনসেন্ড। ব্রায়ান বাকলি পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন মেলিসা রাউক, গ্যারি কোল প্রমুখ।


মন্তব্য