kalerkantho

সোমবার। ২৩ জানুয়ারি ২০১৭ । ১০ মাঘ ১৪২৩। ২৪ রবিউস সানি ১৪৩৮।


স্টার অব দ্য উইক । শ্রাবন্তী চ্যাটার্জি

১০ মার্চ, ২০১৬ ০০:০০স্টার অব দ্য উইক  ।   শ্রাবন্তী চ্যাটার্জি

যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করতে পশ্চিমবঙ্গের অনেক তারকাই বাংলাদেশে এসেছেন। শ্রাবন্তী এলেন প্রথমবার। ‘শিকারী’র মহরতে অংশ নিতে রবিবার রাতে বাংলাদেশে এলেন। ছবিতে তাঁর নায়ক শাকিব খান। ছবিটিতে অভিনয় করার নেপথ্যে দুটি কারণ দেখালেন শ্রাবন্তী—প্রথমত তিনি ‘বরিশাইল্যা’, বাপ-দাদার ভিটা এখানেই। দ্বিতীয়ত, এস কে মুভিজের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।


মন্তব্য