kalerkantho


অন্তর্জাল থেকে

১০ মার্চ, ২০১৬ ০০:০০অন্তর্জাল থেকে

ফেসবুক

রেদওয়ান রনি

খাচ্ছিলাম মাটন বড়া। সৃজিৎ আমাকে শোনাচ্ছিল ‘রাজকাহিনী’র রিসার্চের গল্প। হঠাৎ প্রসঙ্গ বদলে অদ্ভুত এক তথ্য জানাল। এই ‘আজাদ হিন্দ ঢাবা’তে একবার খেতে এসেছিলেন মকবুল ফিদা হুসেন। একগাদা খাওয়া-দাওয়ার পর পয়সা দিতে গেলেন, হোটেল মালিক কিছুতেই নেবেন না। অগত্যা হোটেলের দেয়ালে এই ছবিটা এঁকে দিয়ে যান তিনি। একবার ভাবুন তো, কত হতে পারে এই চিত্রকর্মের মূল্য? প্রাইসলেস। অমূল্য এই পেইন্টিংয়ের সঙ্গে নিজের একখানা ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। প্রিয় ডিরেক্টর বন্ধুবর সৃজিৎ মুখার্জির তোলা ছবিটা এবারের কলকাতা সফরটা বেশ মাতিয়ে দিল।

[নির্মাতা রেদওয়ান রনির স্ট্যাটাস থেকে]

 

টুইটার

রাম গোপাল ভার্মা

 

অবশেষে আমার নতুন ছবি ‘গভর্নমেন্ট’-এ দাউদ ইব্রাহিমের চরিত্রে অভিনয়ের জন্য অভিনেতা খুঁজে পেলাম।

[মজা করে পরের টুইট]

আমি আসলে মিথ্যা বলেছিলাম যে সে একজন অভিনেতা। আসলে দাউদ ইব্রাহিম নিজেই আমার ছবিতে অভিনয় করছেন।

 

[একই বিষয়ে ভার্মার দুই টুইট]

 

ইন্সটাগ্রাম

 

এশিয়া কাপের ফাইনাল ম্যাচ নিয়ে বলিউড তারকাদের টুইট

অমিতাভ বচ্চন

টিপিকাল ধোনি স্টাইল বিশাল ছক্কার মাধ্যমে বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপ জিতল ভারত। অভিনন্দন। দারুণ লড়াই করেছে বাংলাদেশ।

বরুণ ধাওয়ান

জয় এবং পরাজয়ে নমনীয় হও।

আয়ুষ্মান খুরানা

তিন নামের মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদের ইনিংসটা আমাদের নিল নিতেন মুকেশের মতোই ‘ফেয়ার’।

 

সোনম কাপুর

আই লাভ মাই বেবি সিস্টার রিয়া কাপুর।


মন্তব্য