kalerkantho


পাঠকের চোখে

চুরি করা গল্পে পুরস্কার

৩ মার্চ, ২০১৬ ০০:০০মুরাদ পারভেজ তাঁর প্রথম ছবি ‘চন্দ্রগ্রহণ’ বানিয়েছেন পশ্চিমবঙ্গের লেখক সৈয়দ মুস্তফা সিরাজের গল্প অবলম্বনে। ছবিটি প্রশংসিত হয়। এরপর ‘বৃহন্নলা’ বানিয়েছেন একই লেখকের ‘গাছটি বলেছিল’ গল্প অবলম্বনে। কিন্তু এই লেখক মারা যাওয়ার পর মুরাদ ‘বৃহন্নলা’র গল্পটি নিজের নামে করে নিলেন! সেরা কাহিনীকারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান মুরাদ। গত বছর ভারতের জয়পুরে পুরস্কৃত হয় ‘বৃহন্নলা’। তখনই সৈয়দ মুস্তফা সিরাজের পুত্র অমিতাভ সিরাজ ‘টাইমস অব ইন্ডিয়া’য় মুরাদের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ আনেন। অথচ এই গুরুতর অভিযোগ আমলেই নিল না জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটি!

 

আব্দুল্লাহ করিম সুমন, ৭১/১ ঝিগাতলা, ঢাকা


মন্তব্য