kalerkantho


উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ওআইসি প্রতিনিধিদল

কালের কণ্ঠ অনলাইন   

৪ মে, ২০১৮ ১৩:১৮উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ওআইসি প্রতিনিধিদল

মিয়ানমার থেকে পালিয়ে আসা সহায় সম্বলহীন জনগণের অবস্থা সরেজমিনে দেখতে ওআইসি প্রতিনিধি দল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গেছেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রতিনিধি দলটি প্রথমে তাজমিয়ার খোলায় যায়। এরপর সেখান থেকে কুতুপালং ডি ব্লক পরিদর্শন করে। সেখানে তারা নিপীড়িত, নির্যাতিত রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের সঙ্গে কথা বলেন। সে সময় রোহিঙ্গাদের দুঃসহ বেদনার কথা শুনে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এর আগে আজ সকাল ৯টায় কক্সবাজার পৌঁছান ৭০ জনের এ প্রতিনিধিদল। কলাতলীর লংবিচ হোটেলে প্রতিনিধিদলের সঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) ও আন্তর্জাতিক সংস্থার বৈঠক করেছেন প্রতিনিধিরা।

ওআইসি প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

উল্লেখ্য, ওআইসি বার বার মিয়ানমার সরকারকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ এবং সসম্মানে প্রত্যাবাসনের ব্যবস্থা নেওয়ার কথা বলে আসছে। রোহিঙ্গাদের নিজেদের পুরনো বসতবাড়িতে ফিরিয়ে নিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবার আহ্বানও জানানো হয়েছে অনেকবার। মিয়ানমার সরকারের প্রতি রাখাইনের উত্তেজনার মূল কারণ খুঁজে বের করে তা নির্মূলের আহ্বান জানানো হয়েছে।মন্তব্য